PM Modi honours workers who built New Parliament Building (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৮ মেঃ নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে নানা বিতর্ক চলেছে। সেই বিতর্ক আরও উসকে দিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয়।  তবে সেই সমস্ত বিতর্ক পার করে আজ রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। লোক সভার স্পিকারকে পাশে রেখে গোটা উদ্বোধন প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন মোদী। শুরু হয় উদ্বোধন হোম যজ্ঞ দিয়ে। পুজো শেষে স্বাধীন ভারতের প্রতীক ঐতিহাসিক স্বর্ণ রাজদণ্ড 'সেঙ্গল' কে প্রমাণ করেন মোদী। লোকসভা স্প্রিকারের আসনের সামনে স্বর্ণ রাজদণ্ড 'সেঙ্গল'কে (Sengol) স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

নতুন সংসদ ভবন নির্মাণে যুক্ত শ্রমিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন প্রধানমন্ত্রী।

দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় উদ্বোধনী অনুষ্ঠান কংগ্রেস, তৃণমূল সহ ১৯টি বিরোধী দল বয়কট করেছে।

পুরনো সংসদ ভবনের পাশেই তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। দেখতে ত্রিভুজাকৃতি চারতলা এই ভবন প্রায় সাড়ে ৬৪ হাজার বর্গ মিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখানে মোট তিনটি দরজা রয়েছে। এগুলি হল জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার।

পুরনো সংসদ ভবনের লোকসভায় ছিল ৫৪৩টি আসন। যা নতুন ভবনে বেড়ে হয়েছে ৮৮৮টি। অন্যদিকে রাজ্যসভায় আসন সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৮৪।