![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/pm-narendra-modi33.jpg?width=380&height=214)
নয়াদিল্লি: বুধবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।
আমেরিকা সফর প্রসঙ্গে নরেন্দ্র মোদী জানিয়েছেন, ফ্রান্স থেকে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আমি দুই দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব। আমার বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদিও জানুয়ারিতে তাঁর ঐতিহাসিক নির্বাচনী জয় এবং শপথ গ্রহণের পর এটি আমাদের প্রথম সাক্ষাৎ, তবুও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁর প্রথম মেয়াদে একসঙ্গে কাজ করার স্মৃতি আমার কাছে ভালো। এই সফর তাঁর প্রথম মেয়াদে আমাদের সহযোগিতার সাফল্যের উপর ভিত্তি করে গড়ে তোলার এবং প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা সহ আমাদের অংশীদারিত্বকে আরও উন্নত ও গভীর করার জন্য একটি এজেন্ডা তৈরির সুযোগ হবে। আমরা আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করব এবং বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গঠন করব।
আমেরিকা সফরের আগে প্রধানমন্ত্রীর বিবৃতি
Prime Minister’s Departure statement ahead of his visit to France and USA.
From France, I will proceed on a two-day visit to the United States at the invitation of President Donald Trump. I look forward to meeting my friend, President Trump. Although this will be our first… https://t.co/Hutc5pFHxY
— ANI (@ANI) February 10, 2025