নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় (Dwarka) আন্তর্জাতিক মানের কনফারেন্স সেন্টার 'যশোভূমি' উদ্বোধন করবেন। বিশ্বের বৃহত্তম প্রদর্শনীশালা হতে চলেছে যশোভূমি (Yashobhomi)। সেখানে বাণিজ্য মেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যকলাপ হবে। এছাড়া সেখানে ভিভিআইপি লাউঞ্জ, ভিজিটরদের জন্য অনুসন্ধান সেন্টার, টিকিট কাউন্টার-সহ আরও অন্যান্য ব্যবস্থাও রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ওই দিন দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের বিস্তৃতিরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
দেখুন
With a total project area of over 8.9 lakh square metre and total built up area of more than 1.8 lakh square metre, YashoBhoomi will find its place among the world’s largest MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) facilities.
The Convention Center, built… pic.twitter.com/U6mHKo4eB6
— Ministry of Information and Broadcasting (@MIB_India) September 15, 2023
দ্বারকার যশোভূমি বিশ্বের বৃহত্তম মিটিং, কনফারেন্স সেন্টার ও প্রদর্শনীশালা হতে চলেছে । মোট ৮.৯ লক্ষ বর্গ মিটার জায়গা জুড়ে এই প্রকল্পটি করা হয়েছে। কনভেনশন সেন্টারটি তৈরি হয়েছে ৭৩ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে। এই কনভেনশন সেন্টারের মধ্যে মেইন অডিটোরিয়াম ছাড়াও গ্র্যান্ড বলরুম, ১৩টি মিটিংরুম এবং ১৫টি কনভেনশন রুম রয়েছে।