PM Modi Arrives in Ayodhya: শনিবার অযোধ্যায় মোদীর আগমন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath) এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল (UP Governor Anandiben Patel)। বিমান থেকে নামতেই উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মমান জানালেন যোগী। আজ নমোর হাতে উদ্বোধন হবে মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম এবং পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের। এছাড়া অমৃত ভারত ট্রেন এবং বন্দে ভারতের ট্রেনের উদ্বোধন করবেন তিনি। সমস্ত উদ্বোধন পর্ব শেষে অযোধ্যায় একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। যেখানে ১৫,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে।
দেখুন...
Prime Minister Narendra Modi arrives in Ayodhya; received by Uttar Pradesh Governor Anandiben Patel and CM Yogi Adityanath
PM Modi will inaugurate the Maharishi Valmiki International Airport Ayodhya Dham, redeveloped Ayodhya Dham Railway Station, and flag off new Amrit Bharat… pic.twitter.com/yWqDDowRcm
— ANI (@ANI) December 30, 2023
অযোধ্যায় মোদীর রোড শো...
বরাবরের মত অযোধ্যাতেও মোদীর রোড শোতে চোখে পড়ল উচ্ছ্বসিত ভক্তদের উপচে পড়া ভিড়। পুষ্পবৃষ্টির মাঝে এগিয়ে চলল নমো-র রোড শো। গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে হাত নাড়লেন ভিড়ের উদ্দেশ্যে।
#WATCH | Prime Minister Narendra Modi receives a warm welcome as he arrives in Ayodhya, Uttar Pradesh pic.twitter.com/HG7L9Zxudd
— ANI (@ANI) December 30, 2023
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হতে চলেছে। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসবেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে। তাই তাঁর আগেই আজ শনিবার অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম এবং পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করে ফেলছেন প্রধানমন্ত্রী।
মোদীর রোড শোয়ে পুষ্পবৃষ্টি...
#WATCH | PM Narendra Modi greets people as he arrives in Ayodhya, Uttar Pradesh
PM Modi will inaugurate the Maharishi Valmiki International Airport Ayodhya Dham, redeveloped Ayodhya Dham Railway Station, and flag off new Amrit Bharat trains and Vande Bharat trains. pic.twitter.com/zqpaqjzzW4
— ANI (@ANI) December 30, 2023
প্রধানমন্ত্রীর আগমনের আঁটসাঁট করা হয়েছে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা।