ভারত সফরে এসেছেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ। আজ সকালে (৫ আগস্ট, মঙ্গলবার) রাষ্ট্রপতি ভবনে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস (Philippines' President Ferdinand Romualdez Marcos) কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এরপর ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।
Philippines' President Ferdinand Romualdez Marcos being accorded a ceremonial welcome at the forecourt of .@rashtrapatibhvn @MEAIndia @MIB_India pic.twitter.com/VeRydr4pux
— All India Radio News (@airnewsalerts) August 5, 2025
ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস বলেছেন, "আমি মনে করি, এটি আমাদের জোট এবং অংশীদারিত্বের পুনর্নিশ্চয়তা যা আমরা শক্তিশালী করছি। যাকে আগে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলা হত, এখন আমরা এটিকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হিসেবে উল্লেখ করি, যা আমার মনে হয়, সমস্ত রাজনীতি, সমস্ত বাণিজ্য এবং সমস্ত অর্থনীতির বৈশ্বিক প্রকৃতির কারণে সেই বোঝাপড়ার সঠিক বিবর্তন। আমাদের ইতিমধ্যে যা আছে তার উপর ভিত্তি করে গড়ে তোলা এবং নতুন প্রযুক্তি এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তিত অবস্থা এবং আমাদের চারপাশের ভূ-রাজনীতির কারণে গত কয়েক বছরে যে অনেক সুযোগ তৈরি হয়েছে, তা অবশ্যই অন্বেষণ করা।"
Philippines President Ferdinand R. Marcos Jr. says,
"It is a reaffirmation of the alliance and the partnership that we are strengthening... This is to build upon what we already have had but certainly to explore the many opportunities that have arisen in the past few years… pic.twitter.com/yC7Sx9BpCQ
— All India Radio News (@airnewsalerts) August 5, 2025