সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ দেশজুড়ে কুকুর (Dogs) নিয়ে চলা বিতর্কের মাঝে ফের সামনে এল এক ঘটনা মহিলাকে আক্রমণ পোষ্য কুকুরের সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)ধরা পড়েছে গোটা ঘটনা জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের (Ghaziabad)ইন্দিরাপুরমে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটের জন্য অপেক্ষা করছেন এক মহিলা আর সেই সময় লিফট থেকে বেরিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি পোষ্য সোজা তাঁর পায়ে কামড় বসায় পোষ্যটি মালিকের সামনেই গোটা ঘটনা ঘটায় পোষ্যটি কামড়ে ফের লিফিটে ঢুকে যায় কুকুরটি যন্ত্রণায় চিৎকার করতে থাকেন আক্রান্ত মহিলা অন্যদিকে রাজস্থানের উদয়পুরে পাঁচ বছরের শিশুকে আক্রমণ করে তিনটি পথকুকুর এদিন বাড়ির সামনেই খেলছিল শিশুটি আচমকা তাকে ঘিরে ধরে তিনটি কুকুর শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া চেষ্টা করে কুকুরের দল অনেক কষ্টে ছেলেকে কুকুরের হাত থেকে রক্ষা করেন বাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে

 লিফট থেকে বেরিয়েই মহিলার উপর ঝাঁপাল পোষ্য, তারপর...? ভাইরাল আতঙ্কের ভিডিয়ো