কলকাতা: হারমোনিয়াম (Harmonium) শেখানোর (Teaching) নামে এক নাবালিকার (Minor Girl) শ্লীলতাহানি (Molest) করার অভিযোগে কলকাতার (Kolkata) বাগুইহাটির (Baguiati) কাছে অবস্থিত নারায়ণপুর (Narayanpur) এলাকা থেকে গ্রেফতার (arrest) হল এক ব্যক্তিকে। ৫২ বছরের ওই অভিযুক্তের নাম কেষ্টগোপাল অধিকারী বলে জানা গেছে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ওই ব্যক্তি গান শেখানোর পাশপাশি ছাত্রছাত্রীদের কম্পিউটার সায়েন্সও পড়ায়। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
নির্যাতিতার মায়ের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁর ক্লাস সিক্সের মেয়েকে কম্পিউটার ক্লাস করাবে বলে নিজের এক বন্ধুর বাড়িতে পাঠাতে বলে। কিন্তু, সেখানে যাওয়ার পর ওই নাবালিকাকে হারমোনিয়াম শেখানোর নামে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে শুরু করে। যখন মেয়েটি তার এই কাজের প্রতিবাদ করে। তখন ওই ব্যক্তি তাকে ভয় দেখিয়ে বলে শিক্ষকের কথা শোনা ছাত্র-ছাত্রীদের কর্তব্য। তাই সে যা বলছে তাই শুনতে হবে।
মেয়েটি এই কথা শোনার পর কোনওরকমে বাড়ি ফিরে নিজের মাকে সব কথা খুলে বলে। তারপরই মেয়েটির মা নারায়ণপুর পুলিশ স্টেশনে গিয়ে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন।