হায়দ্রাবাদ: আজ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের ষষ্ঠ দিন। গত শনিবার ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। পালটা যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল ৷ এখন গাজার অবস্থা তছনছ ৷ যুদ্ধে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। রিপোর্ট অনুযায়ী ইজরায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত ২,৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে (Israel-Palestine Conflict) ভারতে হায়দ্রাবাদ (Hyderabad)-এ সেখানকার স্থানীরা ফিলিস্তিনের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনে নেমেছে।
দেখুন ভিডিও
#WATCH | Telangana: People in Hyderabad stage a protest in support of Palestine amid the ongoing Israel-Palestine conflict. pic.twitter.com/Z22pQ288fQ
— ANI (@ANI) October 13, 2023
উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে হামাসের এই সংঘাত নতুন নয়। প্রায় তিন দশক ধরে এটি চলে আসছে।