Pic ANI

ইজরায়েল (Israel) হামাস (Hamas) যুদ্ধের মধ্যেই এবার মধ্যপ্রাচ্য সহ আফ্রিকায় ৩০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা।পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার তরফে করা হয়েছে ঘোষণা।

তিনি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশের এলাকায় থাকা সৈন্যদের বিভিন্ন ভাবে সহযোগীতার উদ্দেশ্যেই এই সেনা পাঠানো হচ্ছে।তবে তা ইজরায়েলে যাচ্ছে না বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ফোর্সের মাধ্যমে যে এলাকাগুলিকে নজরদারীর মধ্যে রাখা হয় তার মধ্যে রয়েছে ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান আরবের বিভিন্ন দেশ, দক্ষিণের রেড সি এবং সেন্ট্রাল এশিয়ার পাঁচটি গনতন্ত্রিক দেশও রয়েছে এই নজরদারীর আওতায়।

যদিও ইজরায়েলের প্রসঙ্গে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ক্রমাগত ইজরায়েলকে সমর্থন করবে।

আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র যেমন আয়রন ডোমের (Iron Dome) সামগ্রী, এয়ার ডিফেন্স সিস্টেমের যাবতীয় অস্ত্র যোগান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ইতিমধ্যেই ইজরায়েল হামাস যুদ্দকে কেন্দ্র করে এই যুদ্ধে জড়িয়েছে ইয়েমেন। যুদ্ধের আকার আস্তে আস্তে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।