Narendra Modi, New Parliament Building (Photo Credits: Wikimedia Commons)

নয়া দিল্লি, ১৮ সেপ্টেম্বরঃ আজ সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session)। পাঁচদিন ব্যাপী এই বিশেষ অধিবেশন চলবে আগামী শুক্রবার পর্যন্ত। পুরনো সংসদ ভবনে এই অধিবেশন শুরু হলেও আগামীকাল মঙ্গলবার থেকে তা নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হবে। তাই হিসাব মত পুরনো সংসদ ভবনে (Old Parliament Building) আজই শেষ অধিবেশন। এদিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কণ্ঠে ভেসে উঠল আবেগের ছায়া। বললেন, 'এই ভবন থেকে বিদায় নেওয়া ভীষণই কষ্টকর। কোন পরিবারও যখন পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে প্রবেশ করে তারা সঙ্গে একরাশ স্মৃতি নিয়ে যায়। আজ আমরা যখন এই সংসদ ছেড়ে চলে যাচ্ছি আমাদেরও একগুচ্ছ স্মৃতি মনে পড়ছে। এখানে টক ঝাল অশান্তি হয়েছে, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কখনও এই সংসদেই উৎসবের ক্ষণ এসেছে। সেই সমস্ত স্মৃতি আমরা সঙ্গে নিয়ে যাব'।

শুনুন...

আগামীকাল গণেশ চতুর্থী। তাই তিথিনক্ষত্র মেনে নতুন সংসদ ভবনে অধিবেশন স্থানান্তরিত করার জন্যে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। রবিবার নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রী প্রহ্লাদ জোশী সহ বিজেপির বেশ কিছু সাংসদ।