Opposition Leaders (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৪ জুন: তৃতীয় মোদী (Narendra Modi Govt) সরকার কেন্দ্রে ক্ষমতা গ্রহণের পর সোমবার প্রথম অধিবেশন বসছে লোকসভায়। নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র ক্ষমতা দখলের পর থেকে প্রশ্নফাঁস থেকে শুরু করে রেল দুর্ঘটনা, একের পর এক  কার্যক্রমের প্রতিবাদ করতে প্রস্তুত বিরোধীরা। ফলে লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে প্রতিবাদে সামিল হন ইন্ডিয়া জোটের (INDIA Bloc) নেতারা। যেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, মালা রায়-সহ বিরোধীরা হাজির হন। গণতন্ত্র রক্ষা করতে তাঁরা বদ্ধপরিকর বলে সংসদ চত্ত্বরে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা।

দেখুন ভিডিয়ো...

 

২০১৪ এবং ২০১৯ সালে পরপর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলে গত দুবারের এনডিএ সরকারের সঙ্গে যে তৃতীয়বারের মোদী সরকারের কোনও তুলনা নেই, তা কার্যত প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিতে শুরু করার কাজ করছেন বিরোধীরা। সেই সঙ্গে তৃতীয়বার কেন্দ্রে মোদী সরকার তক্ষমতা দখল করলেও, বিরোধীরা যে শক্তিশালী হয়েই লোকসভায় প্রবেশ করছেন, তা সোমবারের ছবি থেকেই স্পষ্ট।