Parliament (Photo Credits: Wikimedia Commons)

নয়া দিল্লি, ১৪ জুনঃ লোকসভা নির্বাচন মিটতেই সংসদে স্পিকার বা অধ্যক্ষের আসন নিয়ে টানাপড়েন শুরু হয়েছিল এনডিএ-র শরিক দলগুলোর মধ্যে। শুরু থেকেই ওই পদের দাবি জানিয়ে এসেছিল লোকসভায় ১৬ জন সাংসদ নিয়ে আসা এনডিএ জোটের বৃহত্তম শরিক চন্দ্রবাবু নায়ড়ুর টিডিপি (TDP) এবং ১২ জন সাংসদ নিয়ে আসা নীতিশ কুমারের জেডিইউ (JDU)। তবে অধ্যক্ষ পদ নিয়ে শরিকদের সঙ্গে জটিলতা কাটিয়ে উঠেছে বিজেপি। আগামী ২৪ জুন লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে। সেই অধিবেশনেই লোকসভায় নবনির্বাচিত সাংসদেরা শপথ গ্রহণ করবেন। ২৬ জুন হবে লোকসভার অধ্যক্ষ পদের জন্যে নির্বাচন অনুষ্ঠান। অধিবেশন চলবে ৩ জুলাই পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju) এক্স হ্যান্ডেল থেকে প্রথম অধিবেশনের কথা ঘোষণা করেছেন।

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন মিটতেই ২২ জুলাই থেকে শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন (Parliament Monsoon Session)। যা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। সূত্রের খবর অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। বর্ষাকালীন অধিবেশন চলাকালীন মোদী ৩.০ সরকার ২০২৪-২৫ এর জন্য সম্পূর্ণ বাজেট পেশ করতে পারে। অর্থ মন্ত্রক ১৭ জুনের মধ্যে অন্যান্য মন্ত্রক এবং স্টেকহোল্ডারদের সঙ্গে প্রাক-পরামর্শ বাজেট বৈঠক শুরু করবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন। বিগত ১০ বছরে মোদী সরকারের অর্থনৈতিক সাফল্য তুলে ধরে এবং কীভাবে দেশটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে সেই সমস্ত দিক তুলে ধরা হয়েছিল ওই অন্তর্বর্তী বাজেট।