নয়াদিল্লিঃ উৎসবের মাঝে হাড়হিম করা ঘটনা। মেয়েকে নিজের হাতে খুন করল বাবা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের চম্বল-গোয়ালিয়র এলাকায়। খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত বাবা। সেই সঙ্গে আটক করা হয়েছে মৃত নাবালিকার মাকেও।
জানা গিয়েছে, মৃতার নাম দিব্যা সিকারওয়ার। বয়স মাত্র ১৭। দ্বাদশ শ্রেণির ছাত্রী। আব্বা-মায়ের সঙ্গে মোরেনা সিভিল লাইনস থানার শিবনগর এলাকায় থাকত দিব্যা। গত ২৩ সেপ্টেম্বর বাড়িতেই গুলি করে খুন করা হয় দিব্যাকে। এরপর দেহ প্লাস্টিকে মুড়ে কুনওয়ারী নদীতে ফেলে দেওয়া হয়। সেখান থেকেই উদ্ধার হয় দেহ। এই ঘটনার তদন্তে নেমে প্রথম দিব্যার মাকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন সহযোগীর নাম উঠে আসে। এছাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তলও উদ্ধার করা গিয়েছে। এরপর দিব্যার বাবা ভরতকে গ্রেফেতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, নীচু জাতের এক তরুণের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল দিব্যার। এই সম্পর্কে একেবারেই রাজি ছিলেন না বাবা-মা। এই নিয়ে মাঝেমধ্যেই বাবার সঙ্গে বচসা বাঁধত দিব্যার। পুলিশের অনুমান, এই কারণের জন্যই মেয়ে দিব্যাকে গুলি করে খুন করে ভরত।
'নীচু জাতের ছেলের সঙ্গে কীসের প্রেম?' মেয়েকে গুলি করে খুন বাবার, গ্রেফতার মাও
Parents Arrested Over Dishonour Killing Of Teen Daughter In Madhya Pradeshhttps://t.co/64dX4krW1x pic.twitter.com/LpH4bAfiMv
— NDTV (@ndtv) October 2, 2025