আরএস পুরা: এমনিতেই রাশিয়া-ইউক্রেন আর ইজরায়েল-পালেস্তাইনের যুদ্ধের জ্বালায় জ্বলছে বিশ্ব। তার মাঝেই বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কোনও কারণ ছাড়াই আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন (violation of the ceasefire) করে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir ) আরএস পুরা সেক্টরের (RS Pura sector) আন্তর্জাতিক সীমান্তের (International Border) ওপার থেকে গুলি ছুঁড়তে আরম্ভ করে (unprovoked firing) পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan Army)। যোগ্য জবাব দিচ্ছে ভারতও।
Jammu and Kashmir | Pakistan started unprovoked firing at the International Border in violation of the ceasefire in the RS Pura sector. Further details awaited: BSF
— ANI (@ANI) October 26, 2023
এপ্রসঙ্গে বিএসএফ জম্মু-র জনসংযোগ আধিকারিক (PRO BSF Jammu) জানান, আজ রাত আটটা নাগাদ আচমকা আরনিয়া এলাকার (Arnia area) বিএসএফ পোস্টগুলো (BSF posts) লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা (Pak Rangers)। বিএসএফের জওয়ানরা (BSF troops) যোগ্য জবাব (befittingly retaliated) দিতে শুরু করে। গুলি বিনিময় এখনও চলছে (firing is still on)। আরও পড়ুন: Himanta Biswa Sarma: সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মাকে শোকজ নির্বাচন কমিশনের
Tonight at about 2000 hrs unprovoked firing started by Pak Rangers on BSF posts in Arnia area which is befittingly retaliated by BSF troops. The firing is still on: PRO BSF Jammu
— ANI (@ANI) October 26, 2023
সংবাদ সংস্থা এনআইএ-এর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে আরনিয়া এলাকায় থাকা বিএসএফ পোস্টগুলি লক্ষ্য করে পাক রেঞ্জার্সরা গুলি চালাতে শুরু করার পর একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
#WATCH | Jammu and Kashmir: Visuals from RS Pura sector where an explosion is heard after Pak Rangers started unprovoked firing on BSF posts in Arnia area in violation of the ceasefire. https://t.co/wgZISa5VJ9 pic.twitter.com/DUz9QJKU6i
— ANI (@ANI) October 26, 2023