Pakistan Earthquake (Photo Credit: X)

নয়াদিল্লি: ভারত পাকিস্তানের (Pakistan) যুদ্ধের আবহে গত ১৩ দিনের মধ্যে পরপর ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। গত ৩০ এপ্রিল, ৫ মে, ১০ মে এবং ১২ মে পাকিস্তানে ভূমিকম্পের (Earthquake) ঘটনা ঘটেছে। ভূমিকম্পগুলোর মধ্যে ১০ মে ভূমিকম্পটি বেশি মাত্রার, রিখটার স্কেলে ৫.৩, উৎপত্তিস্থল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ১২ মে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬, এটির উৎপত্তিস্থলও হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কাছাকাছি। আরও পড়ুন: Where Is Pakistan's Kirana Hills? পাকিস্তানের গুপ্ত ঘাঁটি কিরানা হিলস, কালো পাহাড়ের খাঁজে রয়েছে পরমাণু কেন্দ্র, বিমান ঘাঁটি, ব্ল্যাক মাউন্টেনে কী লুকিয়ে রেখেছে ইসলামাবাদ

এদিকে পাকিস্তানে ঘন ঘন ভূমিকম্প সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আশঙ্কা, পাকিস্তান কি পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে?

ভূতাত্ত্বিক দিক থেকে পাকিস্তান ভারত ও ইউরেশিয়া টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যে কারণে দেশটি ভূমিকম্পপ্রবণ। তাই সেখানে ঘন ঘন  ভূমিকম্প  হওয়াটাও অস্বাভাবিক ব্যপারও নয়। সম্প্রতি ঘটা ভূমিকম্পগুলোর সঙ্গে পাকিস্তানের পারমাণবিক কার্যকলাপের সম্পর্ক আছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।