নয়াদিল্লিঃ দেশের (India) আনাচে কানাচে ছড়িয়ে পাক গুপ্তচর (Pakistani Spy)। এবার পাক গুপ্তচর সন্দেহে ফের আটক এক। জয়পুর (Jaipur)থেকে আটক করা হয়েছে সাকুর খান মাঙ্গালিয়া নামে এক ব্যক্তিকে। এই ব্যক্তি আবার পেশায় সরকারি কর্মী। শুধু তাই নয়, সাকুরের সঙ্গে কংগ্রেসের যোগ রয়েছে বলে খবর। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে কাজ করত এই ব্যক্তি এমনটাই অনুমান পুলিশের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই সাকুরের খোঁজে অভিযান চালাচ্ছিল রাজস্থান সিআইডি। অবশেষে বৃহস্পতিবার জয়পুর থেকে আটক করা হয় ওই সরকারি কর্মীকে।
জয়পুর থেকে পাক গুপ্তচর সন্দেহে আটক এক ব্যক্তি
জানা গিয়েছে, একসময় কংগ্রেস নেতার সহকারী ছিলেন ওই ব্যক্তি। রাজস্থানের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তদন্তে উঠে এসেছে আরও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, 'অপারেশন সিঁদুর' চলাকালীন জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে হাজির ছিলেন সাকুর নামে ওই ব্যক্তি। সেই সময় পাকিস্তানের দূতাবাসের কর্মীর সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছিলেন তিনি। অনুমান আইএসআই-র সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। বেশকিছু দিন ধরেই সাকুরের উপর নজর রাখছিলেন তদন্তকারী অফিসারেরা। এরপরই তাঁকে আটক করা হয়। সাকুরের ফোন থেকে একাধিক পাকিস্তানি নম্বর উদ্ধার হয়। এছাড়া জানা গিয়েছে, একবার নয় প্রায় ৬ থেকে ৭ বার পাকিস্তানে গিয়েছেন সাকুর। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা।
ছিলেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর সহকারী, পাক গুপ্তচর সন্দেহে আটক সরকারি কর্মী
Congress is not just corrupt — it's anti-national to the core!
Congress ex-minister Saleh Mohammad’s PA caught spying for Pakistan’s ISI — leaked sensitive border intel, visited Pakistan secretly while on govt payroll!
From shielding terrorists to sheltering traitors — this is… pic.twitter.com/H9avm7z4Vz
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) May 29, 2025