Asaduddin Owaisi (Photo Credit: Twitter)

সম্প্রতি আটদিনের ভারত সফরে এসেছেন আফগানিস্তানের (Afghanistan) বিদেশমন্ত্রী আমির খান মুত্তেরি। নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক করেন মুত্তেরি। এরপর কাবুলের মন্ত্রী গতকাল একটি সাংবাদিক বৈঠক করেন। যা নিয়ে ভারতীয় রাজনীতিতে শুরু হয়েছে বিতর্কের ঝড়। আসলে এই বৈঠকে কোনও মহিলার সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। যা নিয়ে গতকাল থেকেই শোড়গোল পড়েছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরার মতো কংগ্রেস নেতারা মন্তব্য করেছেন।

আসাদউদ্দিন ওয়েইসির কী বললেন?

এদিকে এই ইস্যু নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেসের মতো বিরোধী দল, তখন অন্যদিকে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)-কে এই নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে এড়িয়ে যান। তবে হিজাব প্রসঙ্গ তুলে তিনি আবার ভিন্ন বিতর্ক শুরু করেন। আসাদউদ্দিন বলেন, “ভারতীয় মেয়েরা যে হিজাব পরেন না, সেই নিয়ে তো আপনারা কিছু বলেন না। এই ইস্যুতে আমার কোনও মন্তব্য নেই”।

দেখুন আসাদউদ্দিন ওয়েইসির মন্তব্য

কী সাফাই দিয়েছেন বিদেশমন্ত্রী?

একদিকে আফগানিস্তানে তালিবানি শাসকরা গোঁড়া, রক্ষণশীল লিঙ্গবৈষম্যমূলক চিন্তাধারা বয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয় যেমন গতকালের সাংবাদিক বৈঠকে স্পষ্ট, তেমন অন্যদিকে ওয়েইসির আজকের মন্তব্যেও পাওয়া গেল সেই সুরেরই রেশ। আসলে আফগানিস্তানের দূতাবাসে সেদেশের নিয়ম অনুযায়ী কাজ হয়। সেখানে ভারত কোনওভাবেই যে হস্তক্ষেপ করতে পারে না, সেটা শনিবার বিবৃতি দিয়ে স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ওয়েইসির আজকের মন্তব্যে যে ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল, তা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে।