Flight (Photo Credit: X)

নয়াদিল্লিঃ চলতি বছরের আমেদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে এই দুর্ঘটনার (Accident) পর থেকেই সামনে এসেছে বিভিন্ন বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনা প্রশ্নের মুখে পড়েছে বিমান পরিষেবা আর এরই মাঝে রাজ্যসভায় বিস্ফোরক তথ্য পেশ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী , চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় ৫৭০০ টি বিমান বাতিল হয়েছে বিমান বাতিলের পিছনে ভারত-পাকিস্তান সংঘাত, ইরান ইজরায়েলের যুদ্ধের মতো একাধিক কারণকে দায়ী করা হচ্ছে এই বিশ্বব্যাপী সমস্যাগুলোর জন্য মাঝেমধ্যেই আকাশসীমা বন্ধ করে দেওয়ায় উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে এছাড়া রত থেকে আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলিতে যেতে ভলে ঘুরপথে পৌঁছতে হচ্ছে এর ফলে বাড়তি সময় জ্বালানি দুই- ব্যায় করতে হচ্ছে যার জেরেও অনেক বিমান বাতিল করতে বাধ্য হচ্ছে বিমান সংস্থাগুলো বিমান মন্ত্রকের পেশ করা রিপোর্ট অনুযায়ী , এই পাঁচ মাসে সবচেয়ে বেশি বিমান বাতিল হয়েছে ইন্ডিগোর মোট ৩২৭৪ টি বিমান বাতিল করেছে ইন্ডিগো এছাড়া এয়ার ইন্ডিয়া মোট ১৪৬৮ টি বিমান বাতিল করেছে। যা মোট বাতিলের প্রায় ২৬ শতাংশ স্পাইসজেট মোট ৪০১ টি বিমান বাতিল করেছে লায়েন্স এয়ারের বাতিল হওয়া বিমানের সংখ্যা ৪৯৯টি।

৬ মাসে ভারতে বাতিল প্রায় ৬ হাজার বিমান, নেপথ্যে কী কারণ?