
দিল্লি, ৭ মে: অপারেশন সিদূঁর (Operation Sindoor) যখন শুরু করেছে বায়ুসেনা, সেই সময় ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) একাধিক জঙ্গি (Terrorist) ঘাঁটি গুঁড়িয়ে দিল। পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীরের পরপর ৯টি জায়গার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় ভারতীয় সেনা বাহিনীর তরফে। রাতের অন্ধকারেই ওই জঙ্গি ঘাঁটিগুলি তছনছ করে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে সমস্ত অঞ্চলের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলির তালিকা নীচে দেওয়া হল...
মারকাজ় সুবান আল্লাহ ভাওয়ালপুর
মারকাজ় তাইবা মুরিদকে
সারজাল বা তেহরান কালান
মেহমুনা জ়োয়া ফেসিলিটি, সিয়ালকোট
মারকাজ় আলহে হাদিথ বারনালা ভিমবেড়
মারকাজ় আব্বাস, কোটলি
মাসকার রাহিল শহিদ, কোটলি জেলায় পড়ছে
সাওয়াই নাল্লা কম পড়ছে মুজফফরাবাদে
মারকাজ় সাদিনা বিলাল
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই ৯ জঙ্গি গাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনা বাহিনীর তরফে। যার পর থেকে পাকিস্তান জুড়ে কার্যত জরুরি অবস্থা জারি করা হয়েছে। রিপোর্টে প্রকাশ, এই মুহূর্তে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে সীমান্ত লাগোয়া এলাকাগুলি রয়েছে, সেখানে মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ওই সমস্ত এলাকার যত পেট্রোল পাম্প রয়েছে, সেগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Operation Sindoor: 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বেকে জ়িরো টলারেন্স দেখাতে হবে', বললেন জয়শঙ্কর
ভারত (India) যেভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কাজ করে মঙ্গলবার মাঝ রাতে, তাতে শেহবাজ় শরিফ সরকারের এই মুহূর্তে লজ্জায় মুখ লুকোনার জায়গা নেই। ফলে কোনও বিবৃতি যেমন পাকিস্তানের তরফে দেওয়া হচ্ছে না, তেমনি জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া এলাকায় সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি।
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে নারকীয় হামলা চালায় পাকস্তানি জঙ্গিরা। পরপর ২৬ পর্যটকের প্রাণ যায়। বৈসরণ ভ্যালিতে যাঁদের প্রাণ যায়, তাঁদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক। আর একজন ছিলেন কাশ্মীরি ঘোড়া চালক। পহেলগামের ঘটনায় কাশ্মীরের মাটি যখন রক্তাক্ত হয়ে ওঠে, সেই সময় এবার ফের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে ভারত।