Photo Credits: ANI

তেল আভিভ: ইজরায়েল ও হামাসের যুদ্ধের (Israel-Hamas War) মধ্যে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরতে অপারেশন অজয় (Operation Ajay) চালু করেছে দিল্লি। বৃহস্পতিবার রাতে প্রথম ব্যাচের যাত্রীরা (First batch of Indian passengers) বিমান (flight) ধরার জন্য তেল আভিভ (Tel Aviv) বিমানবন্দর আসেন।

দেখুন ভিডিয়ো:

অপারেশন অজয় সম্পর্কে ইজরায়েলে থাকা ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা (Indian Ambassador to Israel, Sanjeev Singla) বলেন, "গতকাল আমি যা বলেছিলাম সেভাবেই তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাস (Embassy of India in Tel Aviv) লাগাতার তার কাজ করে চলেছে। ইজরায়েলে থাকা আমাদের সমস্ত ভারতীয় নাগরিকের নিরাপত্তা (safety) ও মঙ্গলের (welfare) জন্য সবকিছু করা হচ্ছে। গতকাল বিদেশমন্ত্রী অপারেশন অজয়ের কথা ঘোষণা করেন। এর ফলে যাঁরা ভারতে ফিরতে চাইছেন তাঁদের উপকার হয়। আর আজকে অপারেশন অজয়-এর প্রথম বিমান ভারতে ফিরে যাচ্ছে। এর মধ্যে ২০০ জন মতো ভারতীয় নাগরিক আছেন। যাঁদের মধ্যে পড়ুয়া, নার্স ও পরিষেবা প্রদানকারী এবং ব্যবসায়ীরাও রয়েছেন। আমরা আগামী দিনগুলিতেও একটি করে বিমান চালানোর চেষ্টা করছি। আমরা আগামীকালও একটি ফ্লাইট ছাড়ব। আমি এখানে থাকা আমার সমস্ত সহ-ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছাতে চাই এবং স্থানীয় প্রশাসনের পরামর্শগুলি অনুসরণ করে তাঁদের শান্ত থাকার এবং নিরাপদে থাকার আহ্বান জানাতে চাই। আর আমি তাঁদের বলতে চাই যে আমরা সবসময় তাঁদের সঙ্গে রয়েছি। যেভাবে এখন রয়েছি।"

দেখুন ভিডিয়ো:

প্রথম ব্যাচে থাকা এক ভারতীয় যুবক বলেন, "এক বছরের বেশি সময় ধরে ইজরায়েলে রয়েছি আমি। অপারেশন অজয়-এর জন্য প্রচুর সাহায্য হচ্ছে আমাদের। আমি এর জন্য ভারতের সরকারকে ধন্যবাদ জানাতে চাই।" আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েল ও হামাসের যুদ্ধের জেরে জ্বলছে গাজা, দেখুন ভয়াবহতার ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: