Arrested (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বিয়ের (Marriage) প্রতিশ্রুতি দিয়ে অনলাইনে (Online) মহিলাদের থেকে টাকা লুট, গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে (Maharashtra) । ধৃত যুবকের নাম ফিরোজ নিয়াজি শেখ। অভিযোগ,অনলাইনে ফেক প্রোফাইল (Fake Profile) বানিয়ে মহিলাদের সঙ্গে চ্যাট (Chat) করত সে। এরপরই তাঁদের থেকে নানা ছলে টাকা হাতিয়ে নিত। ফিরোজের মূল টার্গেট ছিল বিধবা মহিলারা। তাঁদের ফের নতুন জীবন দেওয়ার স্বপ্ন দেখিয়ে টাকা-গয়না হাতিয়ে নিত সে। একের পর এক ফেক প্রোফাইল থেকে চলত এই প্রতারণা চক্র। জানা গিয়েছে এভাবে কমপক্ষে ২০ জন মহিলাকে ফাঁদে ফেলেছে সে। এক নির্যাতিতা অভিযুক্ত ফিরোজের বিরুদ্ধে মহারাষ্ট্রের নালোসাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। বারবার ফেক প্রোফাইল এবং ফোন নম্বর পরিবর্তন করার ফলে ফিরোজকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল। তবে এক অন্য ফন্দি আঁটে পুলিশও। এক মহিলার নাম দিয়ে ফেক প্রোফাইল বানিয়ে তার সঙ্গে চ্যাট করে তাকে ফাঁদে ফেলা হয়। এরপর তাকে দেখা করতে একটি জায়গায় ডাকা হয়। সেখানে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ফিরোজের থেকে ৩ লক্ষ নগদ টাকা, সোনায় গয়না, মহিলাদের এটিএম কার্ড, ফোন, ল্যাপ্টপ সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই ধৃত ফিরোজকে আদালতে পেশ করা হয়েছে।