পাথরখাদানে ধস (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh)সোনভদ্র জেলায় ভয়াবহ দুর্ঘটনা। পাথরখাদানের (Stone Mine Collapsed)দেওয়াল ধসে পড়ে মৃত্যু ১ শ্রমিকের। কমপক্ষে ১৫ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। চলছে উদ্ধার অভিযান।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে, সোনভদ্রর বিল্লী মারকুন্ডি গ্রামের কৃষ্ণা মাইনস পাথরখাদানে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরপ্রদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সঞ্জীব কুমার গোঁড। এই ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট বি. এন. সিং বলেন, "খাদানের ভেতরে একটি বড়সড় দেওয়াল ভেঙে পড়েছে। কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েছেন। ঠিক কতজন আটকে পড়েছেন তা এখনও নিশ্চিত নয়।" ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্গম ভূখণ্ড ও পাথরের বিশাল স্তূপের কারণে উদ্ধারকার্য চালাতে বেগ পেতে হচ্ছে। ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। সেই সঙ্গেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

পাথরখনিতে ভয়াবহ ধস, মৃত্যু ১, আটকে কমপক্ষে ১৫ জন শ্রমিক