প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ একদিনের বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি (Delhi)। গাছ (Tree) উপড়ে বন্ধ রাস্তা। ভেঙে পড়েছে বাড়িঘর। জারি ‘অরেঞ্জ অ্যালার্ট (Orange Alert)।’ আর এই একদিনের বৃষ্টিতেই দিল্লিতে প্রাণ গেল দু'জনের। এদিন সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব দিল্লির লোধি রোড ফ্লাইওভারের কাছে অবস্থিত নিজামুদ্দিন এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে মৃত্যু হয় এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির। জানা গিয়েছে, হাওয়ায় বিপজ্জনকভাবে দুলছিল ওই খুঁটিটি। এরপর আচমকাই ভেঙে পড়ে। গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে, বুধ সন্ধ্যাতেই গাছ ভেঙে মৃত্যু হয় উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর আজহার নামে এক যুবকের। মোটরসাইকেলের উপর গাছ পড়ে মৃত্যু হয় তাঁর। এছাড়া প্রবল দুর্যোগে ভেঙে পড়ে উত্তর দিল্লির মুখার্জি নগরের ফুট ওভারব্রিজের গ্রিলের অংশ । এই ঘটনায় আহত হন বহু। আরও পড়ুনঃ

দিল্লিতে প্রবল বৃষ্টি, দুর্যোগের কবলে পড়ে মৃত্যু ২ জনের

ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন প্রায় একইরকম থাকবে দিল্লির আবহাওয়া। নয়ডা-সহ রাজধানীর কিছু কিছু জায়গায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরভারতে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। বুধবার দিল্লিতে সকাল ২:৩০ থেকে ৮:৩০ টার মধ্যে ৭৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

কিছুক্ষণের বৃষ্টিতেই বিপর্যস্ত দিল্লি, মৃত্যু ২ জনের, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক