Photo Credits: Wikimedia commons

নয়াদিল্লিঃ মাঝ আকাশে (Sky) ফের বিপত্তিউড়ানের (Plane) পরই ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি বিমানবন্দরে ফেরানো হল গোয়াগামী ইন্ডিগোর (Indigo) বিমানকে ইঞ্জিনে সমস্যা লক্ষ্য করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে

মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ফিরতে হল ইন্ডিগোর বিমানকে

জানা গিয়েছে, বুধবার রাত টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই-৬২৭১ ফ্লাইটটি উড়ানটির এয়ারবেস ছিল এ৩২০এনইও ওড়ার পরই বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে যায়এরপরই বিমানটিকে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এদিন রাত ১০টা নাগাদ অন্য আর একটি ইঞ্জিনের সাহায্যে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের এই প্রসঙ্গে বিমানসংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়, "দিল্লি থেকে গোয়াগামী বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল যার কারণে বিমানটিকে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বর্তমানে বিমানটির বহু পরীক্ষানিরীক্ষা হবে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে পরিষেবায় বিঘ্ন ঘটার জন্য আমরা দুঃখিত"

মাঝ আকাশে বিকল ইঞ্জিন, তড়িঘড়ি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লি-গোয়াগামী বিমানের