নয়াদিল্লিঃ মুম্বইয়ে (Mumbai) ফের বোমাতঙ্ক (Bomb Threat)। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)ছড়াল চাঞ্চল্য। তড়িঘড়ি ফাঁকা করা হল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। আগেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বেলা গড়িয়ে দুপুর হতেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুম্বই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে। সেই ফোনের ওপার থেকে দাবি করা হয়, 'বোম মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দর। প্রচুর মানুষের মৃত্যু হবে।'
মুম্বই বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, গ্রেফতার ১
এরপরই গোটা বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে এসে পৌঁছয় বোম স্কোয়াড। তল্লাশি চালানো হয় গোটা বিমানবন্দরে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় খালি করে দেওয়া হয় গোটা বিমানবন্দর। কিন্তু শেষমেশ সন্দেহজনক কিছুর হদিশ মেলে না। এরপরই এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কে বা কারা এই ভুয়ো ফোনকলের সঙ্গে জড়িত তাঁদের খুঁজে বের করার কাজ শুরু হয়। কিছু ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের এমআইডিসি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ, এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
'বোম মেরে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর, উড়ো ফোন পেতেই খালি করে দেওয়া হল মুম্বই এয়ারপোর্ট
Bomb Threat Call Case: 1 Arrested From MIDC Area in Connection With Threatening Call Against Mumbai Airport#MumbaiBombThreat #MumbaiAirport #HoaxBombThreat #MIDC #MumbaiPolice #Mumbai
— LatestLY (@latestly) May 27, 2025
Read: https://t.co/C16RQzMNjY
— LatestLY (@latestly) May 27, 2025