নয়াদিল্লিঃ এবার সরকারি ইঞ্জিনিয়ারকে (Engineer) গালিগালাজ ও জুতোপেটা করার অভিযোগ উঠল এক বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে। ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। ইতিমধ্যেই ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর। পাল্টা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে গালিগালাজ ও মারধরের অভিযোগ এনেছেন ওই বিজেপি কর্মী।
সরকারি কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
জানা গিয়েছে, শনিবার দুপুরে এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় সদলবলে বিদ্যুৎ দফতরে হাজির হন ওই বিজেপিকর্মী মুন্না বাহাদুর। এরপর কর্মরত ইঞ্জিনিয়ার লাল সিংয়ের উপর চড়াও হন তিনি। অভিযোগ, লাল সিংকে গালিগালাজ করতে শুরু করেন মুন্না। এরপর তাঁর গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। জুতো খুলে মারতে শুরু করেন মুন্না। এই ঘটনায় প্রহৃত ইঞ্জিনিয়ার বলেন, "প্রায় ২০-২৫ জন আমার চেম্বারে ঢুকে আমার উপর চড়াও হয়। আমি বারবার জিজ্ঞেস করতে থাকি আমার কী দোষ? কিন্তু তাঁরা কিছুই জানায়নি। উল্টে আমায় মারতে শুরু করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে।" এই খবর প্রকাশ্যে আসতে পাল্টা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে বিজেপিকর্মী মুন্না। তাঁর কথায়, "গ্রামে বিদ্যুতের সমস্যার কথা জানাতে গিয়েছিলাম। আমি ভদ্রভাবেই কথা বলছিলাম। কিন্তু লাল সিং নামে ওই ইঞ্জিনিয়ার আমায় গালিগালাজ শুরু করেন। অস্ত্র নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন।" এই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হতেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ পরিষদ। এই ঘটনার প্রতিবাদে অবিলম্বে মুন্নার গ্রেফতারির দাবি জানানো হয়েছে।
দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা, কাঠগড়ায় বিজেপি কর্মী, ভাইরাল ভিডিয়ো
On Camera, Dalit Engineer Thrashed With Shoe At His Office By BJP Worker https://t.co/G8J55hyMUZ pic.twitter.com/5U1t1G8OLz
— NDTV (@ndtv) August 23, 2025