নয়া দিল্লি, ২১ মার্চঃ মাঝ আকাশে আচমকা হৃদরোগে (Heart Attack) আক্রান্ত যাত্রী। বিমানে উপস্থিত চিকিৎসকদের তৎপরতায় মাঝ বয়সী মহিলার প্রাণরক্ষা। গত ১৭ মার্চ দিল্লি থেমে পুনেগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের (Air India Express Flight) মধ্যে হৃদরোগে আক্রান্ত হন ওই মহিলা। ভোর ৪টের সময়ে দিল্লি থেকে রওনা দেওয়া ওই বিমানের মধ্যে ছিলেন একজন চিকিৎসক এবং ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া বিভাগের একজন সিনিয়র পরামর্শক। ভোর ৬টা ১০ নাগাদ পুনেতে পৌছনোর কথা ছিল বিমানটি।
ভোর ৫টা বেজে ১৫ মিনিট নাগাদ এক বিমানসেবিকা মাইকে ঘোষণা করেন, বিমানের মধ্যে মেডিকেল ইমার্জেন্সি দেখা দিয়েছে। বিমানের মধ্যে কোন চিকিৎসক কিংবা প্যারামেডিক আছেন কিনা জানতে চেয়েছিলেন ওই বিমানসেবিকা। ঘোষণার সঙ্গে সঙ্গেই ওই দুই চিকিৎসক সাড়া দেন। তাঁদের হৃদরোগ (Cardiac Arrest) আক্রান্ত মহিলার কাছে নিয়ে যাওয়া হয়। যাত্রীকে পর্যবেক্ষন করে তাঁরা দেখেন, মহিলার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। চিকিৎসক, কেবিন ক্রু এবং কিছু যাত্রীদের সহযোগিতায় বিমানের মধ্যেই হৃদরোগ আক্রান্ত মহিলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।