Oman Air Flight (Photo Credits: Wikimedia Commons)

কোঝিকোড়, ২৫ জুলাইঃ রওনা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি। বিমানবন্দরে ফিরে এল ওমান এয়ার বিমান (Oman Air Flight)। কেরল (Kerala) থেকে ওমান রাজধানী মাস্কাটগামী ওমান এয়ার বিমানের জরুরি অবতারণ হল করলের কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে  (Kozhikode International Airport)।

আরও পড়ুনঃ মাঝ আকাশে বিমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে গণ্ডগোল, তিরুবনন্তপুরমে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতারণ

মঙ্গলবার সকাল ৯টা ১৫ নাগাদ ১৬৯ জন যাত্রী নিয়ে কোঝিকোড় বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওমান এয়ারটি। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনে কিছু যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন চালক। আর তখনই বিমানের জরুরি অবতারণের সিদ্ধান্ত নেন তিনি।

বিমান সংস্থার কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, 'নিরাপদে বিমানটি অবতারণ করেছে'। আরও জানা গিয়েছে, রওনা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি খেয়াল করেন চালক। তাই বিমানবন্দরের আকাশেই দু ঘণ্টা ধরে প্রদক্ষিণ করে বিমানটি। এরপরেই জরুরি অবতারণ ঘটে।