Representative Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পারিবারিক বিবাদের জেরে ঘর ছেড়েছিল ১৩ বছরের নাবালিকা(Minor Girl) কিন্তু তার পরিণাম যে এমন ভয়ানক হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি সে এবার দিল্লিতে নাবালিকাকে পাচারের অভিযোগ শুধু তাই নয়, অর্থের জন্য নাবালিকাকে বিয়ের পর জোর করে ধর্ষণ শেষমেশ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে গোটা ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরপুর এলাকায় পুলিশ সূত্রে খবর, গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা টিউশন যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে নাবালিকার বাড়ি ওয়াজিরপুরের জেজে কলোনিতে মেয়ে বাড়ি না ফেরায় ভারতনগর থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার তদন্তে নেমে প্রায় মাস পর উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে এরপর ওই নাবালিকা পুলিশকে জানায়, বাবার সঙ্গে বিবাদের কারণে বাড়ি ছেড়ে মিরাট চলে যায় সে সেখানেই বিকাশ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার তাকে প্রলোভন দেখিয়ে বাড়িতে আটকে রাখে ওই যুবক এরপর রাজীব নামে এক যুবকের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয় নাবালিকার নামে ভুয়ো আধার কার্ড তৈরি করা হয় অভিযোগ, পরে রাজীব নামে ওই যুবক তাকে বিয়ে করেন শামলি এলাকার একটি বাড়িতে ওঠে সেখানে তাকে জোর করে যৌন নিগ্রহ করে সে এরই মধ্যে একটি অচেনা নম্বর থেকে নাবালিকার বাড়িতে ফোন আসে ওই নম্বরে ঘুরিয়ে ফোন করলে এক মহিলা জানান, তাঁর পুত্রবধূ ভুল করে ফোন করতে পারে এতেই সন্দেহ হয় নাবালিকার পরিবারের গোটা ঘটনা পুলিশকে জানালে পুলিশ ফোন ট্র্যাক করতে শুরু করে শেষমেশ উত্তরপ্রদেশের শামলি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

নাবালিকাকে অপহরণ, জোর করে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার ৪