Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ দাদার সঙ্গে খেলতে খেলতে জল ভর্তি গামলায় পড়ে মৃত্যু এক বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) সোনিপেটে (Sonipet)। যদিও হাসপাতালের (Hospital) গাফিলতির কারণে মৃত্যু বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের। জানা গিয়েছে, সোমবার সোনিপেটের বাড়িতে দাদার সঙ্গে খেলছিল শিশুটি। মা-বাবার সঙ্গে সোনিপেটের একটি ভাড়া বাড়িতে থাকত শিশুটি। মা-বাবা পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে হরিয়ানায় থাকতেন তিনি।

খেলতে গিয়ে বিপত্তি, মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু

জানা গিয়েছে, এদিন এই দুর্ঘটনার পর নিস্তেজ হয়ে পড়ে শিশুটি। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে সোনিপেট সরকারি হাসপাতালে নিয়ে ছোটেন তার বাবা-মা। হাসপাতালে ভেন্টিলেশন পেতে দেরি হয় বলে অভিযোগ শিশুর বাবা-মায়ের। একটি স্ট্রেচারে তাকে শুইয়ে রাখা হয়। ভেন্টিলেশন পরিষেবা পাওয়ার আগেই ব্রেন ডেথ হয়ে যায় শিশুটির। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদকে হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, দুর্ঘটনার ৯ ঘণ্টা পরে হাসপাতালে আনা হয় শিশুটিকে। তখন আর কিছু করার ছিল না বলে দাবি চিকিৎসকদের। যদিও এই ব্যাপারে বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছে রোহতকের এই সরকারি হাসপাতাল।

খেলতে খেলতে জল ভর্তি গামলায় পড়ে মৃত্যু ১ বছরের শিশুর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের