Materials received from Maoists (Photo Credit- ANI)

কোরাপুট: নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ের জেরে খতম হল দুই মাওবাদী। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কোরাপুটের (Koraput) রামগিরি (Ramgiri) ফরেস্ট (forest) এলাকায়।

এপ্রসঙ্গে ডিআইজি (সাউথ রেঞ্জ) রাজেশ পণ্ডিত জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে কোরাপুটের রামগিরি জঙ্গল এলাকায় ২০ জন মাওবাদী লুকিয়ে আছে। এরপরই বিএফএফ ও স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। তাঁরা যখন মাওবাদীদের খুব কাছে পৌঁছে যান তখন আচমকা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে  জঙ্গিরা। পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। উভয়পক্ষের গুলি বিনিময়ের ফলে দুই মাওবাদী খতম হয়েছে।

মৃত জঙ্গিদের কাছ থেকে একটি টিফিন বোমা, তিনটি দেশীয় পদ্ধতিতে তৈরি বন্দুক, পাঁচটি ডিটোনেটর, মোবাইল চার্জার, মাওবাদীদের ইউনিফর্ম, ১০ প্যাকেট গাঁজা ও মাওবাদী কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।