Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ এবার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির (Molestation)অভিযোগ। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কেন্দাপাড়া জেলার একটি সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এক নয় পাঁচজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। চলছে তদন্ত। অভিযোগ, স্কুলের মধ্যেই নানা অছিলায় ছাত্রীদের যৌন হেনস্থা করতেন তিনি। এরপরই একজোট হয়ে পুলিশের দ্বারস্থ হয় পড়ুয়ারা। শনিবার, তালাচুয়া থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে কেন্দাপাড়া আদালতে তোলা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয়।

শিক্ষা প্রতিষ্ঠানে ফের ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার শিক্ষক

উল্লেখ্য, সাম্প্রতিককালে ওড়িশায় একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। দিন কয়েক আগেই বালেশ্বরের একটি স্কুলে নবম শ্রেণির এক ছাত্রীকে মানসিক এবং যৌন নির্যাতনের অভিযোগ ওঠে দুই শিক্ষকের বিরুদ্ধে। রবিবার, বালেশ্বরেরই একটি কলেজের ক্যাম্পাসের মধ্যে অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সপ্তাহ খানেক আগে বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে। অপমানে,অভিমানে কলেজ চত্বরেই গায়ে আগুন দেন ওই পড়ুয়া। পরে ভুবনেশ্বর এআইআইএমএসে মৃত্যু হয় তাঁর।

ফের শিরোনামে ওড়িশা, স্কুলের মধ্যে পাঁচ ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার শিক্ষক