প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ শ্মশানে (Cremation)শোয়ানো দেহ। চোখে তুলসি পাতা। শেষকৃত্যের আগে বিদ্ধাকে ঘিরে চোখের জল ফেলছেন পরিবার পরিজনেরা। এমনসময় আচমকা নড়ে উঠল বৃদ্ধার পা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জ্ঞান ফিরল বৃদ্ধের।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার পুরীতে। পরিবার সূত্রে খবর  বৃদ্ধার নাম  পি লক্ষ্মী। বয়স ৮৬ বছর। তিনি আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দিন কয়েক আগে ওড়িশার গাঞ্জাম জেলায় পোলাসারা এলাকায় মেয়ে -জামাইয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।  দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার অচৈতন্য অবস্থায় দেখে সকলে ভাবেন আর বেঁচে নেই তিনি। সেই মতোই শেষকৃত্যের জন্য বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানেই নড়ে ওঠেন বৃদ্ধা। প্রথমে হকচকিয়ে গেলেও পরে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন সকলে। তাঁকে পুরীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান বৃদ্ধার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হার্ট, কিডনি প্রায় বিকলের পথে। সেই সঙ্গে ঠিকমতো কাজ করছে না মস্তিষ্ক।

আগুন দেওয়ার আগে নড়ে উঠল চিতা, উঠে বসলেন বৃদ্ধা, ভয়ে আঁতকে উঠল আত্মীয়রা