প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বিজেপি শাসিত ওড়িশায় ফের যৌন হেনস্থার ঘটনা এবার অটো চালকের লালসার শিকার নাবালিকা ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকে পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত অগস্ট কিন্তু সম্প্রতি পরিবারকে সবটা জানায় নির্যাতিতা অভিযোগ, ওইদিন বন্ধুর সঙ্গে অটোতে চেপে জগৎপুর থেকে বাদামবাড়িতে যাচ্ছিল নাবালিকা অটো শিখরপুরে পৌঁছনোর পর, চালকের কাছে জল চায় ওই নাবালিকা অটোতে জল না থাকায় রাস্তার পাশে জল কিনতে গিয়েছিল তার বন্ধু সেই সুযোগেই নাবালিকাকে যৌন হেনস্থা করে চালক অটোর মধ্যেই অশালীন আচরণ করতে শুরু করে অভিযুক্ত চালকভয়ে চিৎকার করে ওঠে নির্যাতিতা তখনই তার মুখ চেপে ধরে চালক বিষয়টি পাঁচকান হলে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে ভয়ে গোটা এক সপ্তাহ কাউকে কিছু বলেনি নির্যাতিতা অবশেষে মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার দায়ের করা হয় অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ

ফের যৌন হেনস্থার ঘটনায় তোলপাড় ওড়িশা, অটো চালকের লালসার শিকার নাবালিকা