Black Fungus: করোনার মাঝে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্কতা এইমসের

খবর Team Latestlybangla|Team Latestlybangla|
Black Fungus: করোনার মাঝে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্কতা এইমসের
ছবি ট্যুইটার

দিল্লি, ১৯ মে: করোনা (Corona) আতঙ্কের মাঝে একটু একটু করে থাবা বসাতে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক৷ দেশের কোথাও না কোথাও প্রতিদিন ব্ল্যাক ফাঙ্গাসের (Black fungus) জেরে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ যা নিয়ে এবার মুখ খুলল এইমস (AIIMS)৷

এইমসের নিউরোলজি ডেপার্টমেন্টের প্রফেসর এ ভি পদ্মা শ্রীবাস্তব বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ ইতিমধ্যেই ওই সংখ্যা ৩-এর ঘর পেরিয়ে গিয়েছে৷ দিল্লি এইমস এবং ঝাঁঝর এইমসে করোনার পাশাপাশি একটি করে ফাঙ্গাল ইনফেকশনের ওয়ার্ড খোলা হয়েছে নতুন করে৷ প্রতিদিন যেখানে কমপক্ষে ২০ জন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের খবর পাওয়া যায়৷

 

আরও পড়ুন:  Covid Vaccination: ভ্যাকসিনের প্রথম ডোজের পর করোনা আক্রান্ত হলে ৩ মাস পর দ্বিতীয় ডোজ, জানাল কেন্দ্র

প্রসঙ্গত, গুজরাট(Gujrat), মহারাষ্ট্র (Maharashtra), দিল্লিতে (Delhi) করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ করোনা থেকে সুস্থ হওয়ার পর শরীর দুর্বল থাকা অবস্থায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন অনেকে৷ এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে ডায়াবেট%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE+%E0%A6%8F%E0%A6%87%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Fnews%2Fnumber-of-black-fungus-cases-is-increasing-rapidly-aiims-79104.html',900, 600)">

খবর Team Latestlybangla|Team Latestlybangla|
Black Fungus: করোনার মাঝে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্কতা এইমসের
ছবি ট্যুইটার

দিল্লি, ১৯ মে: করোনা (Corona) আতঙ্কের মাঝে একটু একটু করে থাবা বসাতে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক৷ দেশের কোথাও না কোথাও প্রতিদিন ব্ল্যাক ফাঙ্গাসের (Black fungus) জেরে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ যা নিয়ে এবার মুখ খুলল এইমস (AIIMS)৷

এইমসের নিউরোলজি ডেপার্টমেন্টের প্রফেসর এ ভি পদ্মা শ্রীবাস্তব বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ ইতিমধ্যেই ওই সংখ্যা ৩-এর ঘর পেরিয়ে গিয়েছে৷ দিল্লি এইমস এবং ঝাঁঝর এইমসে করোনার পাশাপাশি একটি করে ফাঙ্গাল ইনফেকশনের ওয়ার্ড খোলা হয়েছে নতুন করে৷ প্রতিদিন যেখানে কমপক্ষে ২০ জন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের খবর পাওয়া যায়৷

 

আরও পড়ুন:  Covid Vaccination: ভ্যাকসিনের প্রথম ডোজের পর করোনা আক্রান্ত হলে ৩ মাস পর দ্বিতীয় ডোজ, জানাল কেন্দ্র

প্রসঙ্গত, গুজরাট(Gujrat), মহারাষ্ট্র (Maharashtra), দিল্লিতে (Delhi) করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ করোনা থেকে সুস্থ হওয়ার পর শরীর দুর্বল থাকা অবস্থায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন অনেকে৷ এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে ডায়াবেটিক রোগীদের আরও বেশি করে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷

প্রসঙ্গত ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্যেই 'মহামারী' বলে আখ্যা দিয়েছে রাজস্থান সরকার৷

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change