কানপুর, ২৭ জুলাই: হাসপাতালের ক্যান্টিন অপারেটরের সঙ্গে ব্যবসায়িক গোলযোগের জেরে নাক কাটা গেল মহিলার৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের(Kanpur) কল্যাণপুর থানা এলাকায়৷ আহত মহিলার নাম রেখা, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতালের অদূরেই রেখাদেবীর একটি চায়ের দোকান রয়েছে৷ এই দোকানকে কেন্দ্র করেই হাসপাতালের ক্যান্টিন অপারেটর বিনোদের সহ্গে রেখাদেবীর বচসা সূত্রপাত৷ বিনোদে দাবি, রেখাদেবীর চায়ের দোকানের কারণে হাসপাতালের ক্যান্টিনে খরিদ্দার কমে গেছে৷ অভিযোগ, প্রথমে ওই জায়গা থেকে চায়ের দোকান সরিয়ে নিতে বলে বিনোদ৷ তারপর এই বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা চলে৷ চায়ের দোকান সরাতে রাজি হননি রেখাদেবী৷ আরও পড়ুন-Sharath Kamal Out of Tokyo Olympic Games 2020: চিনা প্রতিপক্ষের কাছে পরাজিত, টোকিও অলিম্পিক থেকে বিদায় শরথ কমলের
পুলিশ জানিয়েছে, এই কথা শুনে বেজায় চটে যায় বিনোদ৷ ধাক্কা মেরে ওই মহিলাকে মাটিতে ফেলে দেয়৷ মাটিতে পড়ে মহিলা সাহায্যের জন্য চিৎকার করতেই তড়িঘড়ি ছুরি বের করে মহিলার নাক কেটে দেয় বিনোদ৷ এরপরেও চায়ের দোকান চললে প্রাণনাশের হুমকি দেয় সে৷ গোটা ঘটনায় মূল অভিযুক্ত বিনোদকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ৷ তবে কল্যাণপুর থানার ইনচার্জ বীর সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান বিনোদ ও রেখার মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা রয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্তে হবে৷ ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে৷