সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ডে-কেয়ারে ১৫ মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল নির্যাতনের ছবি ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১৩৭- সেখানকার একটি আবাসনের অন্দরেই রয়েছে একটি ডে-কেয়ার ইউনিট ওই আবাসনের কর্মরত বাবা-মায়েরা সেখানেই নিশ্চিন্তে বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে যান বাড়ি ফেরার পথে আবার বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরেন তাঁরা কিন্তু সেই ভরসার জায়গাতে যে এভাবের নির্যাতনের শিকার হবে আদরের ১৫ মাসের মেয়ে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এক দম্পতি

ডে-কেয়ারে অমানবিক অত্যাচারের শিকার ১৫ মাসের শিশু

জানা গিয়েছে, সম্প্রতি মেয়ের গায়ে দাগ দেখতে পান বাবা-মা প্রথমে ভাবে অ্যালার্জির সমস্যা পরবর্তীতে ডে-কেয়ারের শিক্ষিকাও শিশুর মাকে ওই দাগের ব্যাপারে জানান এরপরই সন্দেহ হয় দম্পতির মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান তাঁরা শিশুকে পরীক্ষা করে চিকিৎসক জানান, এটা কামড়ের দাগ কিন্তু দুধের শিশুকে কামড়াবে কে? ভেবেই উঠতে পারছিলেন না ওই শিশুর অভিভাবকেরা এরপরই আবসনের অন্যান্য আবাসিকদের সঙ্গে নিয়ে ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজ দেখার আর্জি জানান ওই দম্পতি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই উঠে আসে চাঞ্চল্যকর ফুটেজ দেখা যায়, শিশুকে কামড়াচ্ছে ডে-কেয়ারে কর্মরত এক পরিচারিকা শুধু কামড়ই নয়, ঘুষি, মার চলছে সবই এমনকী দেওয়ালে মাথাও ঠুকে দেওয়া হচ্ছে শিশুর সন্তানের উপর এই নারকীয় অত্যাচার দেখে আর নিজেদের ধরে রাখতে পারেননি0বাবা-মা সোজা পুলিশের দ্বারস্থ হন তাঁরা তাঁদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ

১৫ মাসের দুধের শিশুকে কামড়, মুখে ঘুষি, সামনে এল ডে-কেয়ার  'পাশবিক' ছবি