NIA Raids (Photo Credit: X)

নয়াদিল্লি: রামালিঙ্গম (Ramalingam) হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় তদন্ত সংস্থা তামিলনাড়ুর (Tamil Nadu) পাঁচটি স্থানে অভিযান পরিচালনা করেছে। রামালিঙ্গম নেতা ছিলেন, তাঁকে ২০১৯ সালে ৫ ফেব্রুয়ারি থিরুবিদাইমারুদুরে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পিছনে তাঁর বিরোধিতা করা ধর্মান্তরকরণ কার্যক্রমের সঙ্গে জড়িত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এনআইএ ২০ আগস্ট ডিন্ডিগুল জেলার বেগামপুর, ওট্টানচাত্রম, নীলাকোট্টাই, ডিন্ডিগুল শহর এবং কোডাইকানালে অভিযান চালিয়েছে। এই হত্যাকাণ্ড তামিলনাড়ুতে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করে। এনআইএ এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, যাদের মধ্যে ছয়জন পলাতক ছিলেন।

এনআইএ-র তল্লাশি অভিযান