ভাইরাল ভিডিয়ো (ছবিঃ

নয়াদিল্লিঃ বিদেশের মাটিতে আগেই চুপিসাড়ে বিয়ে(Wedding) সেরেছেন। বার্লিনের প্রাসাদে পছন্দের মানুষের গলায় মালা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) । বিজেডি নেতা পিনাকী মিশ্রর (Pinaki Misra) গলায় মালা দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন মহুয়া। বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নবদম্পতির ঘরোয়া বিয়ের নানা ছবি। তবে এবার ভাইরাল হল হেভিওয়েট দম্পতির এক সুন্দর মুহূর্তের ভিডিয়ো। সাতপাকে বাঁধা পড়ে স্বামী পিনাকীর সঙ্গে নাচতে দেখা গেল মহুয়াকে।

স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়ি ও গা ভর্তি গয়নায় সেজেছেন তৃণমূল সাংসদ। পিনাকীকে দেখা গিয়েছে সাদা কুর্তা-পাজামা ও গোলাপী জহর কোটে। একে অপরকে জড়িয়ে নাচছেন তাঁরা। এই নাচের মাধ্যমে ফুটে উঠেছে তাঁদের সম্পর্কের রসায়ন। দু'জনের চোখেই ধরা পড়েছে ভালবাসা। নবদম্পতির এই আবেগঘন মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। ভাইরাল ভিডিয়োর কমেন্টে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ-কেউ আবার দিয়েছেন ভালবাসা। উল্লেখ্য, দ্বিতীয়বার বিয়ে করেছেন মহুয়া। স্বামী পিনাকী মিশ্ররও এটি দ্বিতীয় বিয়ে। আগের পক্ষের দুই সন্তান রয়েছে তাঁর। পিনাকী প্রাক্তন সাংসদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। অন্যদিকে মহুয়া কৃষ্ণনগরের দুইবারের সাংসদ। দু'জনেই তাঁদের অতীত ভুলে

জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। যদিও এই বিয়ের কথা নিজের মুখে স্বীকার করেননি মহুয়া। বিজেডি নেতারা তরফেও কিছু জানানো হয়নি।

চোখে চোখ, হাতে হাত, সদ্য বিবাহিত স্বামীর বাহুডোরে মহুয়া, ভাইরাল তৃণমূল সাংসদ মহুয়ার অন্তরঙ্গ নাচের মুহূর্ত