প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ কয়েক মাস আগেই সাত পাকে বাঁধা (Wedding)পড়েছিলেন তাঁরা। তবে শুরু থেকে দাম্পত্যজীবন খুব একটা সুখের হয়নি। মাঝেমধ্যেই অশান্তি চলত। অশান্তির জল গড়ায় থানা পর্যন্তও। পরে যদিও পরিবার ও পুলিশের সহায়তায় একসঙ্গে থাকতে শুরু করেন ওই দম্পতি। তবে সম্প্রতি কী হল তাঁদের? কেন এমন পরিণতি? ঝাড়খণ্ডের (Jharkhand)ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঝাড়খণ্ডে নবদম্পতির রহস্যমৃত্যু

জানা গিয়েছে, মৃতদের নাম লাভলি শর্মা ও রবি শর্মা। লাভলি দেওঘরের বাসিন্দা ছিলেন। আর রবি বিহারের সিওয়ান জেলার। কর্মসূত্রে দেওঘরের বেলাবাগান কালিবাড়ি এলাকায় থাকতেন তাঁরা। ওই ভাড়া বাড়ি থেকেই উদ্ধার হয় দম্পতির দেহ। প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে দু'জনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। এরপর বুধবার সকাল থেকে তাঁদের সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। অনেক ডাকাডাকি করেও উত্তর না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে দরজা ভাঙতেই উদ্ধার হয় দম্পতির দেহ। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। এছাড়া মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, লাভলি ও রবির বিয়ের বয়স খুব বেশি না। তবে শুরু থেকেই দু'জনের মধ্যে দূরত্ব ছিল। মাঝে স্বামী রবির নামে নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন লাভলি। কিন্তু পরে সে অভিযোগ ফিরিয়ে ফের সংসারে ফেরেন।

বিয়ের কিছুমাস পরই মর্মান্তিক পরিণতি, ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ