Representational Image Credit: Pixabay

নয়াদিল্লিঃ কর্ণাটকে (Karnataka)বিরল অস্বাভাবিক ঘটনা সদ্যজাত (Newborn) শিশুর পেটের ভিতর বেড়ে উঠতে দেখা গেল আরও একটি শিশুকে এই অবস্থাকে বলা হয় ফেটাস ইন ফেটু (FIF) পাঁচ লক্ষ বাচ্চার মধ্যে মাত্র একজনের মধ্যে এই অস্বাভাবিকতা দেখা যায়

জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কর্নাটক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পিত্র সন্তানের জন্ম দেন এক মহিলা পরবর্তীতে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের দেখা যায় নবজাতকের পেটের মধ্যে বেড়ে উঠছে আরও একটি প্রাণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গর্ভাবস্থায় ভ্রুণের পেটের ভিতর আরও গর্ভস্থ ভ্রুণের বেড়ে ওঠার ঘটনাকে ফেটাস ইন ফেটুগর্ভস্থ অঙ্গের চাপের কারণে গর্ভস্থ ভ্রূণ সাধারণত বিকৃত হয় বলে জানান চিকিৎসকেরাএরপর পিতামাতার সম্মতিতে, শিশুর পেটের মধ্যে থাকা শিশুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর এই অস্ত্রোপচারের যে ঝুঁকিপূর্ণ তা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা এই ঘটনায় কর্নাটক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডঃ ঈশ্বর হোসামানি প্রধান চিকিৎসা কর্মকর্তা ডঃ ঈশ্বর হাসবি ব্যাখ্যা দেন যে এই ধরনের ঘটনা কতটা বিরল

সদ্যজাতের পেটের ভিতর সন্তান, 'বিরলতম' ঘটনায় কর্ণাটকে শোরগোল