Income Tax Department (Photo Credits: Twitter)

New Income Tax Rules: মার্চ মাস প্রায় শেষ হতে চলল। মার্চ, এপ্রিল মাস বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস। মার্চে শেষ হয় পুরনো অর্থবর্ষ। আর এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ (New Financial Year)। ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর নিয়ম (New Income Tax Rules)। নতুন বছরে আয়কর নয়মে কী কী পরিবর্তন আনা হচ্ছে তা আপনার জেনে রাখা জরুরি।

একনজরে দেখে নিন নতুন আর্থিক বছরে আয়কর নিয়মের (New Income Tax Rules) ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে…

১) বেতনভোগী কর্মচারিদের জন্যে টিডিএস (TDS) হ্রাসঃ নতুন আর্থিক বছরে বেতনভোগী কর্মচারিরা TDS হ্রাসের সম্মুখীন হতে পারেন। তবে যে করদাতাদের করযোগ্য আয় ৭,০০,০০০ নীচে তাঁদের TDS কাটা যাবে না।

২) সোনার গয়নায় হলমার্কিং নিয়মে পরিবর্তনঃ সোনা আসল না নকল সেই সংশয় দূর হয় হলমার্ক দেখে। তবে নতুন অর্থবর্ষে সোনার গয়নায় হলমার্কিং নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। ১ এপ্রিল থেকে সমস্ত সোনার গয়নায় ৪ ডিজিটের হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশনের বদলে থাকবে ৬ ডিজিট।

৩) নতুন কর কাঠামোঃ ১ এপ্রিল থেকে দেশে চালু হবে নতুন কর কাঠামো। বাজেট পেশের সময়েই সেই কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

৪) বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দামঃ প্রতি মাসের শুরুতেই এলপিজির দাম পুনর্বিবেচনা করা হয়। তাই অনুমান করা হচ্ছে এপিল থেকে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দামও।

৫) আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলকঃ আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক সেই কথা আগেই জানানো হয়েছে। লিঙ্কের শেষ তারিখ ৩১ মার্চ। তার মধ্যে আধার এবং প্যান লিঙ্ক না করালে ১ এপ্রিল থেকে আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে।