প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) তিনটি নতুন প্রাণের সঞ্চার। নামিবিয়া (Namibian) থেকে আনা স্ত্রী চিতা (Cheetah) 'জ্বালা' (Jwala) জন্ম দিল তিনটি শাবকের (Cheetah Cub)। আজ মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই সংবাদ জানিয়েছেন। লিখেছেন, 'কুনোর নতুন শাবক। নামিবিয়ার চিতা জ্বালা তিনটি শাবকের জন্ম দিয়েছে। দেশের সমস্ত বনকর্মী এবং বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন। ভারতের বন্যপ্রাণীর সমৃদ্ধি ঘটুক'। সেই সঙ্গে একটি ভিডিয়োও শেয়ার করেছেন মন্ত্রী। যাতে ছোট্ট শাবকদের দেখা মিলেছে। মায়ের কোলের কাছে নড়াচড়া করছে তারা।

২০২৩ সালের মার্চে কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিয়েছিল ‘জ্বালা’। তার মধ্যে তিনটিরই মৃত্যু হয়েছে। এক বছরের মধ্যে জ্বালার কোলে আরও তিন শাবক। এক সপ্তাহ আগেই কুনোর আরও এক নামিবিয়া থেকে আনা স্ত্রী চিতা 'আশা' শাবকদের জন্ম দেয়।

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর টুইট... 

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আনা হয়েছিল আটটি চিতা। ভারতে চিতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফায় আনা হয় আরও ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে চিতা এনে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Cheetah in Kuno National Park) ছেড়ে দেওয়া হয় তাদের। প্রথম দফায় নামিবিয়া থেকে ভারতে আসা চিতাদের মধ্যে ছিল 'জ্বালা' (Jwala)।