Netaji Subhas Chandra Bose grand statue (Photo: Twitter)

নতুন দিল্লি, ২১ জানুয়ারি: ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি (Statue)। আজ এই খবর জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি লেখেন, "এমন সময়ে যখন সমগ্র দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গ্রানাইট দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপিত হবে। ভারত যে তাঁর প্রতি ঋণী, এটাই তারই প্রতীক হবে।"

মোদী জানান, নেতাজির বিশাল মূর্তির নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত, তাঁর একটি হলোগ্রাম মূর্তি একই জায়গায় রাখা হবে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে তিনি হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন। আরও পড়ুন: Winter In West Bengal: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, মেঘে ঢেকেছে মাঘের আকাশ

প্রধানমন্ত্রীর টুইট: 

নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এবার থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে ২৩ জানুয়ারি। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে নরেন্দ্র মোদী সরকার সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে 'পরাক্রম দিবস' হিসেবে পালন শুরু করে