অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়য়ে আনতে মরিয়া ন্যাশনাল কনফারেন্স। আর তাঁদের এই দাবিকে সমর্থন জানিয়ে জোটবদ্ধ হয়েছে কংগ্রেসও। বিধানসভা নির্বাচনের দলীয় প্রচারে এই প্রতিশ্রুতিকেই সামনে রেখেছে জোট শিবির। অন্যদিকে তাঁদের এই দাবিকে এবার সামনে থেকেই সমর্থন দেখালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। সম্প্রতি তিনি বলেন,"শাহবাাজ শরিফের সরকার এবং কংগ্রেস ও এনসি জোট জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ পুনরুদ্ধার ইস্যুতে একই চিন্তাভাবনায় এগোচ্ছে"। পাক প্রতিরক্ষামন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর সফরে গিয়েছে। তার আগে পাক মন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে কংগ্রেস ও এনসিকে নিশানা করে কড়া সমালোচনা করছে। যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে জোট নেতৃত্ব।

এদিন এনসি নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah) বলেন. "পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। জম্মু-কাশ্মীর কখনই পাকিস্তানের মধ্যে ছিল না। তাহলে ওরা কেন আমাদের দেশীয় বিষয়ে নাক গলাতে চাইছে। নিজেদের দেশে যে সমস্যা রয়েছে তা নিজেরা আগে মেটাক। অযথা এই দেশের অন্তবর্তী বিষয়ে মন্তব্য না করাই ভালো"। ওমরের এই মন্তব্য থেকে পরিস্কার যে তাঁরা পাক মন্ত্রীর বক্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে এনসি শিবির। যদিও এই নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

এই প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, "পাকিস্তান একটি সন্ত্রাসবাদীদের দেশ। আর সেই দেশের সরকার পক্ষের কোনও মন্ত্রী যখন এহেন মন্তব্য করছে, তখন একটা জিনিস পরিস্কার যে জম্মু-কাশ্মীরে যাতে জোট সরকার আসে তার জন্য এনসি ও কংগ্রেসকে পেছন থেকে সাহায্য করছে পাকিস্তান। এটাই এদের বৃহত্তর চক্রান্ত"।