CM Naveen Patnaik (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ একাধিক রাজ্যের মতো মেট্রো রেল (Metro Rail) চালু হওয়ার কথা থাকলেও স্বপ্নভঙ্গ হল ওড়িশার(Odisha)। সম্প্রতি বাতিল হয়ে গিয়েছে ভুবনেশ্বর মেট্রো রেল প্রজেক্ট। আর রাজ্যের স্বপ্নভঙ্গে ক্ষুব্ধ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক(Naveen Patnaik)। এক্স হ্যান্ডেলে দিলেন ক্ষোভ উগরে। 'সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে' বলে সাফ জানালেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ওড়িশার মেট্রোরেল প্রকল্প বাতিল হতেই ক্ষুব্ধ প্টটনায়ক

রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীনই দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে মেট্রো রেল প্রকল্প স্বাক্ষর করেছিলেন নবীন পট্টনায়ক। কিন্তু সম্প্রতি বিজেপি সরকারের আমলে তা বাতিল হয়ে যায়। এতেই ক্ষুব্ধ হন বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক। প্রকল্প বাতিল হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "জেনে অবাক হলাম বিজেপি শাসিত ওড়িশায় মেট্রো রেলের চুক্তি বাতিল হয়ে গিয়েছে।ভুবনেশ্বরকে বিশ্ব মানের শহর হিসেবে প্রতিষ্ঠিত করা আমার স্বপ্ন ছিল। সেই মতোই আধুনিক পরিবহন, আইটি ইকোসিস্টেম, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে মন দিয়েছিলাম আমরা।" শুধু তাই নয়, তিনি আরও বলেন, "মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল করে ওড়িশার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এতে রাজ্য আরও ১০ বছর পিছিয়ে যাবে।"

ওড়িশায় মেট্রো রেল প্রকল্প বাতিল হতেই চটলেন নবীন পট্টনায়ক