RIP Sivan: হৃদরোগে প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রগ্রাহক শিবন
প্রয়াত শিবন (Photo Credits: Twitter)

হৃদরোগ আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত সিনেম্যাটোগ্রাফার সন্তোশ শিবনের বাবা শিবন (Sivan)৷ বাড়িতে পড়ে গিয়ে চোট পান তিনি৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন শিবন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর৷ টানা ৬ দশক ধরে নিজের স্টুডিওতে কাজ করেছেন তিনি৷ রাজ্যের রাজধানীতে শিবনের স্টুডিও সিনেমা পাড়ার শেষকথা ছিল৷ এই প্রবীণ চলচ্চিত্রগ্রাহকের মৃত্যুতে শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

স্থিরচিত্রগ্রাহক থেকে একদিন চলচ্চিত্রগ্রাহক হয়ে ওঠেন শিবন৷ ১৯৯১ সালে প্রথম ছবির প্রযোজনা করেন৷ তাঁর পরিচালিত ছোটদের সিনেমা ‘অভয়ম’ সেরার পুরস্কার জিতে নেয়৷ পেলেন জাতীয় পুরস্কার৷ ন্যাশনাল জিওগ্রাফিক, স্পান, নিউজউইকের মতো ম্যাগাজিনের প্রকাশনার দায়িত্বে ছিল শিবন পিকচারস৷ এমন বাবার তত্ত্বাবধানেই চলচ্চিত্রগ্রাহক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন সন্তোষ শিবন৷ আরও পড়ুন-Tokyo Olympic Theme Song: ‘তু থান লে’, প্রকাশ্যে এল টোকিও অলিম্পিকের থিম সং

আগেই চলে গিয়েছিলেন স্ত্রী৷ এবার অমৃতলোকের যাত্রা করলেন শিবন৷ রেখে গেলেন তিনি ছেলে সঙ্গীত, সন্তোষ, সঞ্জীব এবং মেয়ে সরিতাকে৷ আগামী কাল রবিবার এই প্রবীণ ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হবে৷