8 Killed In Accident: রবিবার রাতে মহারাষ্ট্রের (Maharashtra) পুনে নাসিক জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা। দ্রুতগতির ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় উলটে যায় ট্রাক। পণ্যবাহী ট্রাকের নীচে গাড়িটি পিষ্ট হয়ে মোট মৃত্যু হয়েছে আট জনের। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এদিন রাতে মহারাষ্ট্রের আহমেদনগরে পুনে নাসিক জাতীয় সড়কে (Nashik-Pune Highway Accident) ঘটেছে এই দুর্ঘটনা। একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছে।
আরও পড়ুনঃ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ধাক্কা বাইক আরোহীকে
পুলিশ সূত্রে খবর, পণ্যবাহী ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা দিয়ে নিজে উলটে যায়। ট্রাকের নীচে পিসে যায় গাড়িটি। গাড়িতেই ছিল আহমেদনগরে আকোলে তালুকের এক পরিবার। পরিবারের চার সদস্য সহ মোট আট জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওজস্বী ধনকর (২), আশা সুনীল ধনকর (৪২), সুনীল ধনকর (৬৫) এবং অভয় সুরেশ বিশাল (৪৮)৷ বাকিদের নাম এখনও জানা যায়নি।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিতে লোহার পাইপ বহন করছিল। দুর্ঘটনার জেরে ট্রাক উলটে পড়ায় সমস্ত লোহার পাইপ হাইওয়েতে ছড়িয়ে পড়ায় পথ অবরুদ্ধ হয়। সৃষ্টি হয় যানজটের। এরপর পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। লোহার পাইপ সরিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে যানজট নিয়ন্ত্রণে আনা হয়।