Jawaharlal Nehru and PM Narendra Modi (Photo Credit: X/ @ANI)

নয়াদিল্লি: আজ শিশু দিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর (Pandit Jawaharlal Nehru) জন্মবার্ষিকী। ভারতে ১৪ নভেম্বর দিনটি প্রতি বছর শিশু দিবস (Children's Day 2023) হিসাবে পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৮৮৯ সালের ১৪ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। জওহরলাল নেহেরু শিশুদের খুব পছন্দ করতেন এবং শিশুরা তাঁকে 'চাচা নেহেরু' বলে ডাকত। দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের গুরুত্বকে মনে করেই এই দিনটি পালিত হয়।

দেখুন

উল্লেখ্য, ভারতে ১৯৬৪ সালের আগে, ২০ নভেম্বর শিশু দিবস পালিত হতো, কিন্তু জওহরলাল নেহরুর মৃত্যুর পরে তার জন্মদিন অর্থাৎ ১৪ নভেম্বরকে 'শিশু দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।