মুম্বই: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) নামিবিয়ার চিতা তিনটি নয়, চারটি শাবকের জন্ম দিয়েছে। নামিবিয়া (Namibian) থেকে আনা স্ত্রী চিতা (Cheetah) 'জ্বালা' (Jwala) মঙ্গলবার চারটি শাবকের (Cheetah Cub) জন্ম দিয়েছে।
গতকাল কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ( Union Environment Minister Bhupender Yadav) নিজের এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনটি নতুন শাবকের জন্ম হয়েছে। বুধবার তিনি আবারও নতুন শাবকদের একটি ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে জানান, তিনটি নয় চারটি শাবকের জন্ম হয়েছে। এতে আমাদের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
দেখুন ভিডিও
Wildlife wonders!
As frontline wildlife warriors managed to get closer to Jwala, they found she has given birth to four, not three, cubs. This has increased our joy several times over.
Congratulations all.
We pray the cubs thrive and prosper at their home in India. pic.twitter.com/0zJj8Cxnna
— Bhupender Yadav (@byadavbjp) January 24, 2024
উল্লেখ্য, নামিবিয়া থেকে কুনোর জাতীয় উদ্যানে আনা আরও এক আনা স্ত্রী চিতা 'আশা' এক সপ্তাহ আগে নতুন শাবক জন্ম দিয়েছে।